কুমিল্লার দেবিদ্বার সরকারি শিশু পরিবারের (বালক) আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা। এসময় শিশু পরিবারটির সভাপতি হিসেবে ইউএনও নিগার সুলতানা নিবাসীদের খোঁজ-খবর নেন।
আজ রবিবার শিশু পরিবারের হলরুমে আয়োজিত ফল উৎসবে একসঙ্গে বাহারি রঙ আর বিচিত্র স্বাদের মৌসুমী ফল সামনে পেয়ে শিশুরা আনন্দিত ও খুশিতে আত্মহারা হয়ে উঠে।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, উপজেলা পল্লী বিদ্যুের ডিজিএম রেজাউল করীম। এছাড়াও উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক জিনাত রায়হানা অনুষ্ঠানে অতিথিদের স্বাগত ধন্যবাদ জানান। এছাড়াও শিশু পরিবারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত