ময়মনসিংহের ভালুকায় যাত্রী হিসাবে গাড়িতে তুলে এক গার্মেন্টস কর্মকর্তার চোখ বেঁধে নগদ টাকা, মোবাইল ও ভিসা কার্ড ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গত ৩০ মে (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে মো. হারুন অর রশিদ তার কর্মস্থল নারায়নগঞ্জের সোনারগাঁও থেকে কাজ শেষে নিজ বাসা ভালুকা উপজেলার সীডষ্টোরের উদ্দেশ্যে রওনা দিলে ৩১ মে (শুক্রবার) অনুমানিক রাত দেড়টার দিকে গাজীপুর জেলার শ্রীপুরের মাওনা বাসষ্ট্যান্ডে নেমে সীডষ্টোর আসার জন্য অপেক্ষা করার সময় একটি প্রাইভেটকারে ড্রাইভার সহ ৪ জন হারুন অর রশিদকে যাত্রী হিসাবে গাড়িতে তুলে নেয়। কিছু দূর আসার পর তার চোখ, হাত-পা বেঁধে গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা, একটি এন্ড্রয়েট মোবাইল ফোন এবং বিকাশ ও নগদ একাউন্ট হইতে সেন্টমানি করে ৩২ হাজার টাকা ও মার্কেন্টাইল ব্যাংক একাউন্টের ভিসা কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে ১ লক্ষ টাকা উত্তোলন করে নিয়ে যায়।
পরে রাত আনুমানিক ৩ টার দিকে ভালুকা উপজেলার সীডষ্টোর ড্রাইভারপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে মুখ বাঁধা তাকে অবস্থায় ফেলে যায়।
পরবর্তীতে মো. হারুন অর রশিদ থানায় অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে ভালুকা মডেল থানার মামলার তদন্তকারী অফিসার এস. আই নিরুপম নাগ, এ. এস. আই সুজন চন্দ্র সরকার ফোর্সসহ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি মো. হৃদয় মন্ডলকে (২৩) ভালুকা উপজেলার হবিরবাড়ীর সীডষ্টোর ঢালীবাড়ী মোড় পুষ্প কানন ফিলিং ষ্টেশন থেকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত অপর আসামী মো. জামান মিয়াকে (২১) গাজীপুর চৌরাস্তা থেকে গ্রেফতার করা হয়।
ভালুকা মডেল থানার ওসি শাহ মো. কামাল আকন্দ জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে গাজীপুর থেকে ময়মনসিংহ এই এলাকায় এমন অপরাধ সংঘটিত করে আসছে। এই মামলার দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। জড়িত আরো দুইজনকে গ্রেফতারের চেষ্টা করছি। আশা করি খুব শিগগিরই তাদের গ্রেফতার করতে পারবো।
বিডি প্রতিদিন/হিমেল