ফেনীর পরশুরামে এক স্কুলছাত্রীর সাথে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সদস্য আশিষ চক্রবর্তীর আপত্তিকর একটি ছবি ভাইরাল হয়েছে। এই ঘটনায় উপজেলা ছাত্রলীগ রবিবার সন্ধ্যায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল স্বাক্ষরিত প্রেরিত এক নোটিশে বলা হয়েছে, আপনার বিরুদ্ধে সম্প্রতি সংগঠন বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ এসেছে। যা শিষ্টাচার বহির্ভূত এবং সংগঠনের শৃঙ্খলা বিরোধী। অতএব, কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে হবে।
অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সদস্য ও কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আশিষ চক্রবর্তী বলেন, ওই স্কুলছাত্রী আমার ছোট বোনের মতো। আমি উপজেলা ছাত্রলীগের নেতৃত্বের জন্য একজন প্রার্থী হওয়ায় কতিপয় ব্যক্তি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আশিষ আরো বলেন, আমার স্মার্টফোনের পার্সওয়ার্ড নাই। মডেল স্কুলের সামনের একটি দোকানে মোবাইল ফোনটি চার্জে দিয়েছিলাম। সে সুযোগে আমাকে ফাঁসাতে ছবিটি দিয়ে ভাইরাল করা হয়।
ফেসবুকে নিজের আইডিতে পোস্টের বিষয় তিনি বলেন, আমার ফেসবুক আইডির পার্সওয়ার্ড সবার জানা। আমাকে ফাঁসাতে তারা এই কাজ করেছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী শোকজের বিষয়টি নিশ্চিত করে বলেন, হিজাব পরিহিত এক স্কুলছাত্রীর সাথে আপত্তিকর ছবিটি আমিও দেখেছি। বিষয়টি শিষ্টাচার বহির্ভূত এবং সংগঠনের শৃঙ্খলা বিরোধী। শোকজের জবাব সন্তোষজনক না হলে তাকে দল থেকে বহিস্কার করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল