টাঙ্গাইলের ভূঞাপুরে ডোবার পাশ থেকে উদ্ধার হওয়া মানুষের মাথার খুলি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। দেহের বাকি অংশের এখনো সন্ধান মেলেনি। সোমবার সকালে উপজেলার চিতুলিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মাথার খুলিটি ৯ দিন আগে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্রী শর্মিলার কিনা এ নিয়েও সৃষ্টি হয়েছে ধুম্রজাল। তবে ঘটনাস্থলে মিলেছে নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর জামা। পুলিশ বলছে ডিএনএ পরীক্ষার পর জানা যাবে মাথার খুলিটি কার।
স্থানীয়রা জানায়, উপজেলার চিতুলিয়া পাড়া এলাকায় ডোবার পাশে প্লাস্টিকের ব্যাগ টানাটানি করছিল কুকুর। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল মাংসের টুকরো। দুর্গন্ধ ছড়াচ্ছিল চারদিকে। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই ৯ দিন আগে নিখোঁজ হওয়া নওসিন ইসলাম শর্মিলার বাড়ি। গত ২৬ মে নিখোঁজ হয়। তবে দেহের অন্যান্য অংশের এখনও কোন সন্ধান মেলেনি। কোথায় রয়েছে বাকি অংশ এ নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে।
শর্মিলার চাচা কাইয়ুম মিয়া বলেন, এটি শর্মিলার কি না আমরা এখনও শনাক্ত করতে পারিনি। লাশের অধিকাংশ পচে গেচে, কুকুরে টানাটানি করে সমস্ত দেহ লন্ডভন্ড করে ফেলেছে। তবে তার পড়নের লাল পাজামার অংশ দেখে ধারণা করা হচ্ছে এটিই শর্মিলার দেহ।
ভূঞাপুর থানার ওসি আহসান উল্লাহ বলেন, ঘটনাস্থল থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইয়ের টিম কাজ করছে। ডিএনএ পরীক্ষার পর পরিচয় শনাক্ত করা যাবে।
বিডি প্রতিদিন/এএম