পটুয়াখালীর গলাচিপা উপজেলায় প্রথম ধাপে ১৩টি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি কলেজে ‘স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন’ স্থাপিত হচ্ছে।
রবিবার বিকালে পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূর কুতুবুল আলম কর্তৃক গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে ‘স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন’ কার্যক্রমের যাত্রা শুরু হলো।
জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম বলেন, এ কার্যক্রমের মাধ্যমে আমাদের মেয়েরা স্বাস্থ্যের বিষয় আরও সচেতন হবেন। তারা স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করার ক্ষেত্রে কোনো বিড়ম্বনায় পড়বে না। সকলে স্বাস্থ্যের বিষয় আরও সচেতন হবেন। পাশাপাশি তাদের বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়বে।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, গলাচিপা উপজেলায় এই প্রথম স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপিত হচ্ছে। দোকান থেকে স্যানিটারি ন্যাপকিন কিনতে মেয়েরা সংকোচ বোধ করে। কিন্তু স্কুলে এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন থাকলে তারা নির্বিঘ্নে এটি ক্রয় করতে পারবে। বাজারমূল্যের অর্ধেক দাম পরিশোধ করে প্রতিবারে একটি প্যাড ছাত্রীরা এ মেশিন থেকে সংগ্রহ করতে পারবে।
বিডি প্রতিদিন/এমআই