কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য দূরীকরণসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি দিনাজপুর শাখার সভাপতি মোঃ ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ রহমত আলীর নেতৃত্বে ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই স্মারকলিপি প্রদান করা হয়।
চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ ফরিদ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, বর্তমান বাজার মূল্যের প্রেক্ষিতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য দূরীকরণ ও বিদ্যমান ২০ ধাপের বেতন কাঠামো ভেঙ্গে বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে ১৯৭৩ সালের ন্যায় ১০ ধাপে বিন্যাস করার দাবি আমরা জানিয়ে আসছি। পরবর্তীতে সচিবদের পর্যালোচনা কমিটিতে কর্মচারীদের কোন মতামত প্রকাশের সুযোগ না থাকায় প্রস্তাবিত বেতন কাঠামোতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্যের মাত্রা পূর্বের চেয়ে বেশি সৃষ্টি হয়েছে বলে আমাদের ধারণা।
এ সময় জেলা শাখার সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, মোঃ আইনুল হক, জাহিদুল ইসলাম, গাফ্ফারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজেদুর রহমান, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ দিনাজপুর এর সাধারণ সম্পাদক মোঃ রায়হান কবিরসহ বিভিন্ন দপ্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ