ঢাকা-আরিচা মহাসড়কে কাভারভ্যান সিএনজি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মহাদেবপুর বাসস্ট্যান্ডের কাছাকাছি পাটুরিয়াগামী কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় দুইজন ঘটনাস্থলেই নিহত হন।
নিহতরা হলেন উপজেলার শিবালয় ইউনিয়নের অটোরিকশাচালক মো. আমিনুর ও ছোট আনুলিয়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া।
বরঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৯টার দিকে মহাদেবপুর বাসস্ট্যান্ডের কাছাকাছি পাটুরিয়াগামী কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষ হয়। এ সময় দুইজন ঘটনাস্থলেই নিহত হন। কাভার্ডভ্যানটি দৌলতদিয়া ঘাট থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন। নিহতরা হলেন একই উপজেলার শিবালয় ইউনিয়নের অটোরিকশার চালক মো. আমিনুর ও ছোট আনুলিয়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া।
বিডি প্রতিদিন/এএ