কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক রাজস্ব বিভাগের উপব্যবস্থাপক (বর্তমানে অবসরপ্রাপ্ত) আব্দুল হাই ভূঁইয়া (৬২) ও তার স্ত্রী আঞ্জুমান আরা বেগমের (৫৬) বিরুদ্ধে পৌনে দুই কোটি টাকা দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে।
সোমবার (৩ জুন) এ মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ফজলুল হক।
আব্দুল হাই ভূঁইয়া কুমিল্লা বরুড়া উপজেলার বড় ভাতুয়া এলাকার স্থায়ী বাসিন্দা।
দুদক উপপরিচালক ফজলুল হক জানিয়েছেন, কুমিল্লা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান মামলাটি দায়ের করেছেন।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা বর্তমানে নগরীর পশ্চিম বাগিচাগাঁওয়ে বাস করেন। তাদের দখলে থাকা এক কোটি ৭৭ লাখ ৯৭ হাজার ৭৯৩ টাকার সম্পদ অর্জনের কোনো উৎস দেখাতে পারেননি। অবৈধভাবে আয় করে ভোগ দখলে রেখেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত