সর্বজনীন পেনশন স্কীম বিধিমালা ২০২৩ এর প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহকে অন্তর্ভূক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভাসির্টি, বাংলাদেশ অফিসার্স এসোসিয়েশন মানববন্ধন করেছে। সোমবার বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহবানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে অংশগ্রহণ করেছে বিডিইউ কর্মচারি সমিতি।
বিডিইউ অফিসার্স এসোসিয়শনের আহবায়ক গৌতম কুমার কুণ্ডুর সভাপতিত্বে এবং সদস্য সচিব এ কে এম ইমরান হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির যুগ্ম-আহবায়ক মুহাম্মদ শাহীনুল কবির, এজাজ ইকবাল, কাজী আবদুল্লাহ আল ফরহাদ, এম. মোস্তাফিজুর রহমান এবং বিডিইউ কর্মচারি সমিতির আহবায়ক হাওলাদার জাহিদুর রহমান।
বিডি প্রতিদিন/হিমেল