ভোলার চরফ্যাশনে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবিতে ৮ জন জেলে নিখোঁজ রয়েছে। তবে পাঁচ জেলে সাঁতার কেটে তীরে পৌঁছেছে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বঙ্গোপসাগরের মোহনা শিবচরে ১৩ জন জেলে নিয়ে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ফিশিং ট্রলার।
ট্রলার মালিক রুবেল চৌকিদার জানান, এক সপ্তাহ আগে আহম্মদপুর ইউনিয়নের শুকনা খালি মৎস্য ঘাট থেকে তার একটি ফিসিং ট্রলারে ১৩ জেলে সাগরে মাছ ধরতে যায়। শুক্রবার রাতে মাছ ধরে ঝড়ের কারণে বাড়ি ফিরে আসার সময় ঢালচর ইউনিয়নের শিবচর এলাকার সাগর মোহনায় প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলার উল্টে যায়।
এতে ট্রলারে থাকা ১৩ জেলে ও মাঝি নদীতে পড়ে যান। এসময় আশপাশে থাকা অন্য আরেকটি মাছ ধরার ট্রলার ৫ জেলেকে উদ্ধার করে। বাকি ৮ জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
চরফ্যাশন উপজেলার মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, আমরা নিখোঁজ জেলেদের উদ্ধার করার জন্য কোস্ট গার্ডের কর্মকর্তাদের জানিয়েছি। এ ছাড়া স্থানীয় মৎস্য ব্যবসায়ীরাও নিখোঁজ জেলেদের খুঁজতে ঘটনাস্থলে চেষ্টা চালাচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        