টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের বৈষম্যবিরোধী সমন্বয়ক প্যানেল সদস্যরা সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল নূর তুষার বলেন, আমরা দেশকে স্বাধীন করেছি। স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা বেশি কঠিন। ইতোমধ্যে আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উস্কানি, হামলা এবং লুটতরাজের ঘটনা ঘটেছে। ছাত্রসমাজ এসব হামলা রুখতে সর্বদা সচেষ্ট রয়েছে। আমরা সকল প্রকার সহিংসতা রুখতে সকলের সাথে কাজ করে যাবো। দেশের সংস্কার কাজে আমাদের সকলের ভূমিকা রাখা জরুরী। ছাত্রজনতার দেওয়া রূপরেখার ভিত্তিতে যেহেতু অন্তর্বতীকালীন সরকার গঠিত হবে তাই আমরা সকলে এই সরকারের প্রতি আস্থা রাখবো। আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে তাদের গঠনমূলক ভূমিকা থাকবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।
এ সময় বৈষম্যবিরোধী সমন্বয়ক প্যানেলের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।