ফরিদপুরের আলফাডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে রহিম মোল্যা নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ২টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা নগদাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশু রহিম মোল্যা হেলেঞ্চা নগদাপাড়া এলাকার শিপন মোল্যার ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহিমের মা সকাল থেকে বাড়ির পাশে পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত ছিলেন। শিশু সন্তান রহিমও তার মায়ের সঙ্গে ছিলো। কিন্তু তার মা কাজে ব্যস্ত থাকায় ছেলের দিকে খেয়াল রাখতে পারেননি। এসময় রহিম মায়ের অগোচরে বাড়ির সামনে একটি পুকুরে ডুবে যায়। পরে তার মা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এএম