গোপালগঞ্জে ‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে ২০২৪-২৫ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষণ শুরু হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কৃষি অফিস বুধবার শহরের উত্তর বোড়াশী গ্রামে এ প্রশিক্ষণের আযোজন করে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মঞ্জুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আ. কাদের সরদার ও অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) সঞ্জয় কুমার কুন্ডু।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তারের সভাপতিত্বে ও সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লিয়াকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুক্তা মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হাকিম, কৃষক আকরামুজ্জামান গাজীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এ প্রশিক্ষণে ৩০ জন কৃষক ও কৃষাণী অংশ নিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার এ কৃষক প্রশিক্ষণ সমাপ্ত হবে।
বিডি প্রতিদিন/এমআই