ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে পোশাক শ্রমিকদের বহনকারী মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। গুরুতর আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় ৮ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের কর্মকর্তা জানান, দুর্ঘটনা কবলিত গার্মেন্টস শ্রমিকদের বহনকারী মিনিবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর দু'জন মারা যান। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি বলে তিনি জানান।
হতাহতদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ও স্থানীয়রা কাজ করেছে।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরী বিভাগের কত্যর্বরত চিকিৎসক শাম্মী আক্তার জানান, আহত রোগীর সংখ্যা এখনো নিরুপন করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ