মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় মাগুরা শহরের শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মাঠে মতবিনিময় সভায় অধ্যাপক শতদল বিশ্বাসকে আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বাচ্ছু চোপদারকে সদস্য সচিব করে ২১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিটি ঘোষণা করেন দলের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।
অধ্যাপক শতদল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কংগ্রেসের সভাপতি খোকন চোপদার, মাগুরা জেলা কংগ্রেসের ছাত্র সংগঠনের আহ্বায়ক কাজল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের শ্রীপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক বদিয়ার রহমান সাগরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।মতবিনিময় সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন বলেন, বাংলাদেশ কংগ্রেসের মূলনীতি সুস্থ ধারার রাজনীতি। সাধারণ মানুষের অধিকার আদায়ে বাংলাদেশ কংগ্রেস কাজ করে যাচ্ছে। সুস্থ ধারার রাজনীতি বিকাশে বাংলাদেশ কংগ্রেসে দলে দলে যোগ দিন।
তিনি আরও বলেন, রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস ৩০০ আসনে অংশগ্রহণ করবে।
বিডি প্রতিদিন/এমআই