৪৬ কেজিতে ধানের মণ নয়, ৪০ কেজিতে মণের দাবি নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ ও সমাবেশ হওয়ার পর উপজেলা প্রশাসনের টনক নড়েছে। এ বিষয় নিয়ে সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন হলরুম পায়রায় প্রান্তিক কৃষক, ধান ব্যবসায়ী ও কৃষক সংগঠনের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
সভায় কৃষক সংগঠনের নেতৃবৃন্দরা ধানের পরিমাপ নির্ধারণ ও নদী-খাল বাঁধ মুক্তকরণসহ কৃষকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তবে সকলের মতামতের ভিত্তিতে প্রতি কেজি অথবা ৪০ কেজিতে মণ হিসেবে ধান ক্রয়-বিক্রয় করার সিদ্ধান্ত গৃহীত হয়। এর ব্যতিক্রম হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে খুব শিগগিরই মাইকিংয়ের মাধ্যমে সবাইকে সচেতন করা হবে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও ব্যবসায়ী হাজী মো. হুমায়ুন সিকদার, বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা শাখার সভাপতি জিএম মামহবুবুর রহমান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহ্ উদ্দীন মান্নু ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কৃষক সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই