ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস ট্রেনটি সরাসরি লালমনিরহাটের বুড়িমারী থেকে চালুর দাবিতে লালমনিহাটের হাতীবান্ধায় রেল ও সড়ক পথ অবরোধ করেছেন স্থানীয় জনতা। এর আগে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করে এ অবরোধ কর্মসূচি পালন করেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর থেকে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী কমিউটার ট্রেন আটকে রাখিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয় জনতা। বুড়িমারী টু ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের ব্যানারে অবরোধ কর্মসূচি করেন।
জানা গেছে, লালমনিহাটে দীর্ঘ প্রতীক্ষার পর বুড়িমারী-ঢাকা রেলরুটে চলতি বছরে ১২ মার্চ বুড়িমারী রেলস্টেশন থেকে যাত্রা শুরু করেছে আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’। উদ্বোধনের ৯ মাস পেরিয়ে গেলেও বুড়িমারি রেলস্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচল করে না। উদ্বোধনের পর থেকেই লালমনিরহাট রেলস্টেশন থেকে ঢাকার রুটে চলাচল করে। অত্র এলাকার দীর্ঘদিনের দাবি হাতীবান্ধা উপজেলার বুড়িমারী রেল স্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচলের জন্য অত্র এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী।
গত ১২ মার্চ ২০২৪ তারিখে ট্রেনটি বুড়িমারী থেকে উদ্বোধন হয়। পরবর্তীতে ট্রেনটি বুড়িমারী রেল স্টেশনে না এসে লালমনিরহাট রেল স্টেশন থেকে সরাসরি ঢাকা রোডে চলাচল করে। লালমনি এক্সেপ্রেস ট্রেনটিও বুড়িমারি থেকে চলাচল না করায় ফুসেঁ উঠেছে সেখানকার বাসিন্দারা।
বিডি প্রতিদিন/এএ