শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদের আয়োজনে দোয়া ও চার শতাধিক দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বিকালে পৌর ঈদগা মাঠে এই আয়োজন করা হয়।
দোয়া ও কম্বল বিতরণ অনুষ্ঠানে শীতার্ত মানুষের পাশাপাশি অসংখ্য বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা অ্যাড. মুখলেছুর রহমান জীবন, জাহিদুল ইসলাম আধার, সেলিম শাহী, সুলতান আহাম্মেদ ময়না, যুবদল নেতা জিতেন্দ্র মজুমদার, আবুল কাশেম, বাদল, মফিজুল ইসলাম মোল্লা, তাতী দল সভাপতি লালন মোল্লাসহ অনেকেই।
বিডি প্রতিদিন/হিমেল