নানা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে কক্সবাজার জেলা বিএনপির সমাবেশ। শহরের গোল চত্ত্বরে (মুক্তিযোদ্ধা মাঠ) বেলা ২ টায় জনসভার কার্যক্রম শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত থাকার কথা রয়েছে।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনি রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত, অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জন দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা বিএনপি এ জনসভার আয়োজন করে।
এদিকে জনসভার সার্বিক বিষয়ে কক্সবাজার জেলা বিএনপি রবিবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলন করেছে। ব্রিফিংয়ে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল বলেছেন, ‘দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। একমাত্র নির্বাচিত সরকারই ঝঞ্ছাবিক্ষুব্ধ পরিবেশ থেকে জাতিকে মুক্তি দিতে পারে।’
তিনি বলেন, ‘জনআকাঙ্খার সাথে সঙ্গতি রেখে সর্বাগ্রে জাতীয় নির্বাচন জরুরি। সারাদেশব্যাপী জনমত গঠন করতে কেন্দ্রীয় বিএনপি জনসভা, সমাবেশ চালিয়ে যাবে। পাশাপাশি জনদাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে বাধ্য করা হবে।’
সংবাদ সম্মেলনে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, ‘নতুন দেশ পেলেও দেশের মানুষ ভালো নেই। নিত্যপণ্যের উর্ধ্বগতি, অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড লেগেই আছে। এভাবে দেশ চলতে পারে না। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, জনগণের অধিকার চাই।’
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, সহ- সাংগঠনিক সম্পাদক মোকতার আহমদ, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, যুবদল নেতা আমির আলী, ছাত্রদল নেতা ফাহিমুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ