বরগুনায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে এবং হেলথওয়াজ বাংলাদেশের সহযোগিতায় স্বাস্থ্য জনবল বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সদর রোডের পাঠশালা মিলনায়তনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু এবং উদ্বোধন করেন বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ।
বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন হেলথওয়াজের কনসালট্যান্ট মো. নূরন্নবী তালুকদার। সূচনা বক্তব্য রাখেন হেলথওয়াজের কর্মসূচি সমন্বয়কারী মো. মোর্শেদ আলম।
কর্মশালায় বরগুনার ছয়টি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জেলা পুষ্টি কর্মকর্তা, পরিসংখ্যানবিদসহ মোট ১৫ জন অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ