‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’—এই প্রতিপাদ্যে ফেনীতে পালিত হয়েছে মহান মে দিবস। বৃহস্পতিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইমাইল হোসেন, জেলা জামায়াত আমীর মুফতি আবদুল হান্নান, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, এবং নিরাপদ সড়ক আন্দোলনের জেলা সভাপতি জিয়া উদ্দিন।
জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, "শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করতে হবে। মে দিবসে শ্রমিকদের ন্যায্য পরিশোধ ও সব সমস্যা সমাধানে আমরা সচেষ্ট।"
শ্রমিক প্রতিনিধিরাও আলোচনায় তাঁদের দাবি ও সমস্যার চিত্র তুলে ধরেন।
উল্লেখ্য, মে দিবসে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে এটি সরকারি ছুটি। অনেক দেশেও দিবসটি বেসরকারিভাবে পালিত হয়।
বিডি প্রতিদিন/আশিক