বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক উম্মে আলী হিম্মত, পৌর শ্রমিক দলের সভাপতি আবু তাদের তাঁরা প্রমুখ।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন করে সংগঠনটি। এর মধ্যে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন