ফরিদপুরের সালথায় নছিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কের কাউলিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মো. জিসান মাতুব্বর (১৭)। সে গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের মো. হেলাল খানের ছেলে। সে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, জিসান মোটরসাইকেলে করে সালথা বাজার থেকে বাড়ি যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিসান মারাত্মকভাবে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে দুর্ঘটনার পর নছিমনের চালক পালিয়ে যান।
বিডি প্রতিদিন/এএম