গাইবান্ধা জেলা শহরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছে থাকা ৪৬১ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২৪ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।
মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ১০টার দিকে জেলা শহরের ডিবি বোডের ফকিরপাড়া এলাকার একটি বাসাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে অংশ নেয় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।
আটককৃতরা হলেন, জেলা শহরের ডিবি রোডের ফকিরপাড়া এলাকার খাইরুল এনামের ছেলে সিরাজুল ইসলাম লিখন (৪৫), সাদুল্লাপুর উপজেলার বড় গোপালপুর এলাকার রকিবুল প্রধানের ছেলে রতন প্রধান (২৮) ও পলাশবাড়ি উপজেলার গোয়ালপাড়া এলাকার আব্দুল হালিমের ছেলে সুমন মিয়া (৩২)।
যৌথবাহিনী সূত্র জানায়, শহরের ফকিরপাড়ার সিরাজুল ইসলাম লিখনের বাড়িতে প্রতিদিন নেশার আসরসহ মাদক বেচা-কেনা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছে থাকা ৪৬১ পিস ইয়াবা ও নগদ ২৪ হাজার ৪৫০ টাকা জব্দসহ ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়।
সূত্র আরও জানান, মাদক কারবারি সিরাজুল ইসলাম লিখন দীর্ঘদিন ধরে ওই বাসায় মাদক ব্যবসা করে আসছিল। পরে আটককৃত গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/জামশেদ