মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি গাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনায় ৫ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর ২ টা পর্যন্ত ঢাকার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে নিজ কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার শামসুল আলম সরকার।
গ্রেফতারকৃতরা হচ্ছে মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০), মো. ইসমাইল সরদার (৩৮), মো. রমজান বেপারী (২৭), মো. রাসেল মোল্লা (২৪) ও মো. লিমন মাতব্বর (২০)।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন