নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ মে) সকাল ৯টার দিকে সৌদি আরবগামী একটি ফ্লাইটে ওঠার আগমুহূর্তে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের একটি দল বিমানবন্দরে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, 'আওয়ামী লীগ নেতা মাসুমকে সকালে ইমিগ্রেশন পুলিশ আটক করে। পরে আমাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাকে থানায় আনা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল মঙ্গলবার আদালতে পাঠানো হবে।'
জানা গেছে, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে সংঘটিত তিনটি হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/মুসা