মিয়ানমারের আরকান রাজ্যে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশ থেকে মিয়ানমারে নিয়মিত পাচার হচ্ছে নানা ধরণের পণ্য সামগ্রী।
শনিবার (১৭ মে) রাতে কক্সবাজার-৩৪ বিজিবির ঘুমধুম বিওপির একটি টহল টিমের অভিযানে টিভি টাওয়ার এলাকা থেকে ৫০ কেজি ওজনের ১৭ বস্তা ইউরিয়া সারসহ দুই নারী কারবারিকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল এস এম খায়রুল আলম (পিএসসি) জানান, আটককৃত জান্নাত আরা (২৫) তুমব্রু সীমান্তের নুর আহমেদের মেয়ে ও রোমানা আকতার (২৪) একই এলাকার আব্দুল গফুরের মেয়ে।
বিডি প্রতিদিন/হিমেল