খাগড়াছড়ির আলুটিলায় কাভার্ড ভ্যান ও ইট বোঝাই ট্যাক্টরের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
শনিবার সকালের দিকে আলুটিলার ময়লার টিলায় এ ঘটনা ঘটে।
কাভার্ড ভ্যান ও ট্যাক্টরের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানটিতে আগুন ধরে যায়। এতে চারজন আহত হন। তারা হলেন- রমজান আলী (২৭), থৈয়াপ্রু মারমা (২০),রহিম (৩০) শাহিন(৩০)। তারা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, আহতরা সবাই মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণ ও আহতের উদ্ধার করে।
পুলিশ সার্জেন্ট পুলক দে জানান, কাভার্ড ভ্যান ও ট্র্যাক্টরের সংঘর্ষের ফলে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/একেএ