খাগড়াছড়িতে ৩ দিনের ভূমি মেলা উপলক্ষ্যে খাগড়াছড়ি উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলা পরিষদে এসে উপজেলা অডিটেরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। রবিবার সকালে খাগড়াছড়ি উপজেলা পরিষদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক ভূমি মেলায় বেলুন উড়িয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এ সভায় সভাপতিত্ত্ব করেন। অনুষ্ঠানে খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মো. ছাবের আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসী বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুন কুমার ভট্টাচার্যসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য কারবারি গণ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি বলেন, সমতলের চেয়ে পাহাড়ের ভূমি ব্যবস্থাপনা ভিন্নতা রয়েছে। তিনি এখানকার ভূমির সাথে সংশ্লিষ্ট সকলকে ভূমি সেবা সুষ্ঠুভাবে দেওয়ার আহ্বান জানান। পরে তিনি মেলার স্টোরগুলো ঘুরে তাদের কার্যক্রম পরিদর্শন করেন।
আলোচনা শেষে খাগড়াছড়িতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ('সি' ক্যাটাগরি) এমআইএসভুক্ত ও গেজেটচভুক্ত "জুলাই যোদ্ধা" দের অনুকূলে সম্মাননা ও চেক প্রধান করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল