খাগড়াছড়িতে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে তিন দিনব্যাপী প্ল্যানিং বাজেট নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি হোটেল গাইরিং সম্মেলন কক্ষে রবিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. ছাবের আহমেদ।
এসময় তিনি মাতৃ সেবার উন্নয়নের জন্য যার যার অবস্থান থেকে মাতৃ উন্নয়ন সেবা প্রদান ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য পরামর্শ দেন। এছাড়া খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে স্বাভাবিকভাবে মায়েদের প্রসব ও ক্রিটিক্যাল পর্যায়ের প্রসবগুলো সিজারের এর মাধ্যমে হাসপাতালে সম্পন্ন করার জন্য ডাক্তারদের নির্দেশ প্রদান করেন।
কর্মশালায় বক্তব্য রাখেন স্বাস্থ্য বিষয়ক আহবায়ক শহিদুল ইসলাম সুমন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক ডা: শারমিন শাহনাজ, খাগড়াছড়ি প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম।
কর্মশালার মূল বিষয়গুলো নিয়ে উপস্থাপন করেন ডা. অনিমেষ বিশ্বাস, ডা. জান্নাত ফেরদৌস, ডা. মোমেনা খাতুন ফারজানা সুলতানা, ইউনিসেফ ডা. উচিচিং মারমা। কর্মশালায় বিভিন্ন উপজেলার উপজেলা প.প. স্বাস্থ্য কর্মকর্তা পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাস্থ্য বিষয়ক পরিসংখ্যান কর্মকর্তাসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
বিডি প্রতিদিন/হিমেল