খাগড়াছড়িতে পৌরসভার উদ্যোগে অংশীজনদের নিয়ে এক পরামর্শ সভা পৌরসভার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৫ মে) দুপুরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা।
তিনি বলেন, বর্ষা মৌসুমের আগে আমাদেরকে অনেক কাজ করতে হবে। তিনি বন্যার আশঙ্কায় ভুগছে এমন পরিবারদের সচেতন হওয়ার পরামর্শ দেন।
সভায় বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, পৌরসভার সচিব পারভিন খন্দকার। সভায় নয়টি ওয়ার্ডের বিভিন্ন সচেতন মানুষ অংশ নেন।
বিডি প্রতিদিন/জামশেদ