দিনাজপুরের নবাবগঞ্জে ধান ক্ষেত থেকে শুভ সরেন নামে এক আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টায় নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের সিসিডিবি অফিসের পূর্ব পাশে স্থানীয় এক ইটভাটার কাছে ধান ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
শুভ সরেন ( ২৩) নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউপির মালদহ আদিবাসী পাড়ার গণেশ সরেনের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়রা ধান ক্ষেতে শুভ সরেনের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন, পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে মরাদেহ উদ্ধার করেন। শুভ সরেনের মৃতদেহে বিশেষ ক্ষতচিহ্ন ছিল। মৃত্যুর পরে তার ডান হাতের কিছু অংশ এবং একটি কান বন্যপ্রাণীরা খেয়ে ফেলে এমনটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছ।
বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পরে ঘটনার আসল রহস্য বের হবে।
বিডি প্রতিদিন/এএম