মাদক মামলায় মেহেরপুর সদর উপজেলার ফকরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী এই রায় ঘোষণা করেন। ফকরুল ইসলাম সদর উপজেলার বিনোদপুর কাজিকান্দিপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) পারভীনা সুলতানা এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মিয়াজান আলী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৫ ডিসেম্বর সকালে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই (নিঃ) আলী রেজা অভিযান চালিয়ে সাহেবনগর গ্রামের বাকেরঘোনায় একটি ফলের দোকানের সামনে থেকে ফকরুল ও শাহিন হোসেন নামের দুইজনকে আটক করেন। তাদের ট্রলি ব্যাগ তল্লাশি করে উভয়ের ব্যাগ থেকে ৪ কেজি করে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রায় ঘোষণার সময় ফকরুল ইসলাম আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি শাহিন হোসেন এখনও পলাতক রয়েছেন।
বিডি প্রতিদিন/এএম