বগুড়ার সারিয়াকান্দিতে বাড়ির গেটের সামনে থেকে সজীব মিয়া (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার কুতুবপুরের তালতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সজীব ওই এলাকার শরিফ উদ্দিনের ছেলে। তার কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি অন্য কারণে মৃত্যু তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম।
জানা গেছে, কয়েক বছর আগে এইচএসসি পাস করার পর সজীব নেশার জগতে প্রবেশ করে। গতকাল শনিবার রাতেও নেশা করার জন্য পাগলামি করে সজিব। রবিবার সকালে সজীবের বাবা নামাজ পড়তে বের হওয়ার সময় সজীবকে গেটের সামনে পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
সজীবের বাবা শরিফ উদ্দিন বলেন, পরিবারের লোকজন না থাকায় বাবা-ছেলে একসাথে রাতের খাবারের পর ঘুমিয়ে পড়ি। ছেলে কখন যে বাইরে গেছে বুঝতে পারিনি। এরপর ফজর নামাজের সময় লোকজনের ডাকাডাকিতে ঘুম ভাঙলে দেখি আমার ঘরের দরজা এবং বাড়ির গেট খোলা। এরপর বাইরে গিয়ে দেখি ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। ওর কপালে আঘাতের চিহ্ন ছিল।
সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বলেন, সজীব নামের এক যুবকের মরদেহ বাড়ির গেটের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। কপালে জখমের চিহ্ন আছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ