যুগ যুগ ধরে মাপযোগ হলেও রাস্তা নির্মাণ না হওয়ার কাঁচা রাস্তায় ধানগাছ লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের হাজারো মানুষ। আজ রবিবার দুপুরে নজিপুর-গোলাম মোহাম্মদের মোড়ের কাঁচা রাস্তায় এলাকার শত শত শিক্ষার্থীসহ হাজারো মানুষ রাস্তার দাবিতে মানববন্ধন করেন। পরে প্রতিবাদস্বরূপ কাঁদামাটির ওই রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানানো হয়। এ সময় স্থানীয় মাদ্রাসার সুপার বলেন, যুগ যুগ ধরে নজিপুর গোলাম মোহাম্মদের মোড় এবং বাগানপাড়া-মহাজনটোলা পর্যন্ত প্রায় ১০কি.মি. এলাকা যুগ যুগ ধরে চলাচলের অযোগ্য হয়ে থাকলেও কোন জনপ্রতিনিধি বা প্রশাসন কার্যকর ব্যবস্গা গ্রহণ করেনি। অথচ এই রাস্তা দিয়ে দেবীনগর ও আলাতুলী ইউনিয়নের ৩০ হাজার মানুষ চলাচল করে। বিশেষ করে বর্ষাকালে রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ে এবং পিচ্ছল রাস্তায় অনেক শিক্ষার্থী পিছলে পড়ে হাত-পা ভাঙ্গা এমনকি চিকিৎসার জন্য সদরে নিয়ে যাওয়ার সময় বৃদ্ধ ব্যক্তির মৃত্যু পর্যন্ত হয়েছে শুধুমাত্র রাস্তা চলাচলের অনুপযোগি থাকায়।
এ ব্যাপারে দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ দাবি করে আসলেও রাস্তার কোন সুরাহা হয়নি। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। উল্লেখ্য, এই এলাকায় পটি প্রাইমারী স্কুল, ২টি হাইস্কুল, ৪টি মাদ্রাসা ও প্রায় ৩৫টি মসজিদ রয়েছে এবং শিক্ষার্থী রয়েছে প্রায় ৬ হাজার।
বিডি প্রতিদিন/এএ