গাঁজাসহ আটক হওয়ার পর আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. জাফর আহমেদকে। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রবিবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খাঁন স্বাক্ষরিত দলীয় প্যাডে এই বহিষ্কারাদেশ দেয়া হয়।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মো. জাফর আহমেদকে ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তাকে দলের যে কোন সভা, সমাবেশসহ সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোর নির্দেশ দিয়েছেন। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. খোরশেদ আলম ও সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড।
উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে র্যাবের অভিযানে ৬ লাখ টাকা মূল্যের ৩৯ কেজি গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা মো. জাফর আহমেদকে আটক করেছে র্যাব। এ সময় তার তিন সহযোগীকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন