জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে চাঁদপুরে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকালে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
উদ্বোধনকালে জেলা প্রশাসনের আয়োজনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুর রকিব, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি, গণধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
বিডি প্রতিদিন/নাজিম