আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় গঠনের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আইনজীবীরা।
১৫ জুলাই (মঙ্গলবার) সকাল ১০টায় পঞ্চগড় জেলা জজ কোর্ট প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে জেলা আইনজীবী সমিতি।
মানববন্ধনে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল, অ্যাড. মির্জা আমিরুল ইসলাম, অ্যাড. আব্দুল বারী, অ্যাড. আহসান হাবিব, অ্যাড. ইয়াসিনুল ইসলাম দুলাল, আহসান হাবিব, প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, স্বতন্ত্র বিচার বিভাগীয় সচিবালয় না থাকার কারণে বিচারকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। এতে ন্যায়সঙ্গত ও সুষ্ঠু বিচার ব্যবস্থা বাধাগ্রস্থ হচ্ছে বলে জানান আইনজীবীরা।
বক্তারা আরও বলেন, আইন মন্ত্রণালয়ের অধীনে বিচার বিভাগ থাকায় বিচার বিভাগ কার্যকরভাবে স্বাধীনতা পাচ্ছে না। জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে এবং বিচার বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপ রোধে দ্রুত পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন করতে হবে।
বিডি প্রতিদিন/জামশেদ