জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকারে ঠাকুরগাঁওয়ে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারাজানা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মুন, সোহানি ইসলাম সমাপ্তি, রিফাসহ নিহত শহিদদের পরিবারের স্বজনেরা। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকারে বিভিন্ন ধরণের আলোচনা করা হয়। সেই সাথে ছাত্ররা তাদের বিভিন্ন স্মৃতি তুলে ধরেণ।
আলোচনা শেষে জুলাইয়ে শহিদদের জন্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সেই নিহতদের জন্য দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল