শরীয়তপুরে মানব পাচারের অভিযোগে লিয়াকত আলী কাজী নামের এক ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার।
সোমবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শরীয়তপুর সদর উপজেলার ১১টি ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, বিদেশে নেওয়ার কথা বলে জাল ভিসা ও ভুয়া টিকিট দেখিয়ে লিয়াকত আলী কাজীসহ একটি মানব পাচারকারী চক্র তাদের কাছ থেকে প্রায় ৯৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। পরে তারা বুঝতে পারেন, সবই ছিল প্রতারণা।
ভুক্তভোগীদের অভিযোগ, শুধু টাকা আত্মসাৎই নয়, ভুয়া কাগজপত্র তৈরি করে প্রবাসী হওয়ার স্বপ্ন দেখিয়ে মানসিকভাবেও তাদের নিঃশেষ করে দিয়েছে চক্রটি।
এ ঘটনায় শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লিয়াকত আলী কাজীর বিরুদ্ধে তিন থেকে চারটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
তারা আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, "অভিযুক্ত লিয়াকত জামিন পেয়ে গেলে দেশত্যাগ করতে পারেন। সেক্ষেত্রে আমরা আর টাকা ফেরত পাবো না। তাই দ্রুত বিচার ও সম্পূর্ণ অর্থ ফেরতের ব্যবস্থা চাই।"
লিয়াকত আলী কাজীর বাড়ি শরীয়তপুর সদর উপজেলার খিলগাঁও কোয়ারপুর, ডোমসার ইউনিয়নে বলে জানা গেছে।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার দ্রুত আইনি পদক্ষেপ এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল