নেত্রকোনায় ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ক্যাম্পাসের হলরুমে আলোচনা সভার আয়োজন করেছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং প্রবাসী কল্যাণ ব্যাংক।
টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ছাদরুল কবীরের সভাপতিত্বে অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডি এলজি) মো. আরিফুল ইসলাম সরদার। অনুষ্ঠানের শুরুতে দেশে গত এক বছরে পাঠানো সর্বোচ্চ দুই রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। তাদের পক্ষে স্বজনরা ক্রেস্ট গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপক ফরহাদ হোসেন, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুলাই আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রিফাত রেদোয়ান জয়, কাতার প্রবাসী নজরুল ইসলাম, সৌদি আরব প্রবাসী মো. মামুন ও জাপান গমনকারী মো. সোহাগ মিয়া।
বিডি প্রতিদিন/এমআই