বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রফিকুল বারী এ রিমান্ড মঞ্জুর করেন।
যাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, তারা হলেন-কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সাবেক যুবলীগ নেতা আমিনুল ইসলাম, মতিন সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফুল ইসলাম আরিফ ও তানজিল ইসলাম।
জানা যায়, গত বছরের ৪ আগস্ট বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্কুলশিক্ষক সেলিম রেজা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জাফর গ্রেফতার আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম ডাবলু, আরিফুল ইসলাম আরিফ ও মাশরাফি হিরোকে রিমান্ডের জন্য আদালতে আবেদন করেন। আদালত শুনানি শেষে তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া রিকশাচালক আব্দুল মান্নান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম ডাবলু, মতিন সরকার, মাশরাফি হিরো ও তানজিলের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
বগুড়া আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুটি হত্যা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয়জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিডি প্রতিদিন/এমআই