জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে বিএনপির বিজয় মিছিলে হাজারো নেতাকর্মীর ঢল। ২০২৪ জুলাইয়ের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এই বিজয় মিছিল সফল করতে উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা এতে অংশ নেয়।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যেগে একটি বিশাল বিজয় মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নন্দীগ্রাম বীর মুগ্ধ চত্বরে এসে শেষ হয়। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আলেকজেন্ডারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর অনেক জুলুম নির্যাতন সহ্য করে ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন দেশ ফিরে পেয়েছি। ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে অনেক ছাত্র-জনতাকে প্রাণ দিতে হয়েছে। শত শত বাবা-মায়ের বুক খালি হয়েছে। আজ আমরা সেই শহীদদের প্রাণ ভরে স্মরণ করছি।
মিছিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আরাফাত