বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় অবস্থিত ঐতিহাসিক দুর্গাসাগর দীঘির পাড়ে খাঁচায় রাখা একটি হরিণ নিখোঁজ হয়েছে। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ঘটনাটি প্রথম নজরে আসে ৪ আগস্ট সকালে। দুর্গাসাগরের কেয়ারটেকার মো. জাহাঙ্গীর হোসেন জানান, আগের রাতের নিরাপত্তা দায়িত্বে ছিলেন অলিউল হাওলাদার, জাহিদুর রহমান ও বশির শিকদার। সকালে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পর হরিণ পরিচর্যাকারী আশিক লক্ষ্য করেন যে খাঁচায় থাকা ১৩টি হরিণের মধ্যে একটি নেই। বিষয়টি সঙ্গে সঙ্গে কেয়ারটেকারকে জানানো হয়।
জাহাঙ্গীর হোসেন বলেন, 'খবর পেয়ে গিয়ে দেখি খাঁচার তালা ঠিকই রয়েছে, কিন্তু একটি হরিণ নেই।' এরপরই বিষয়টি জেলা প্রশাসনের কর্মকর্তাদের জানানো হয় এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির শিকদার বলেন, 'ঘটনার তদন্ত চলছে। হরিণটি উদ্ধার ও এর পেছনের কারণ উদঘাটনে আমরা কাজ করছি।'
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গাসাগরের আশপাশে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হলেও, ঘটনাকালীন সময়ে খাঁচার আশপাশের ক্যামেরাগুলো অচল থাকায় কোনো কার্যকর সূত্র পাওয়া যায়নি।
বরিশাল জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল মতিন খান বলেন, 'আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কীভাবে হরিণটি নিখোঁজ হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।'
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ বলেন, 'একটি হরিণ পাওয়া যাচ্ছে না, তাই থানায় জিডি করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।'
বিডি প্রতিদিন/মুসা