কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে জেলের বড়শিতে ধরা পড়ে বিরল আকারের এক জোড়া কোরাল মাছ। মাছ দুইটির মোট ওজন ৩৪ কেজি ৫০০ গ্রাম। মাছ দুইটি ৪১ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার জেলে নুর মোহাম্মদের বড়শিতে মাছ দুইটি ধরা পড়ে। তিনি জানান, সকালে বড়শি ফেলে প্রায় তিন ঘণ্টা পর টেনে তোলার সময় একটি বড় কোরাল পান। এরপর আরও কয়েকবার চেষ্টা করে প্রায় ২২ কেজি ওজনের আরেকটি কোরাল ধরেন।
পরে টেকনাফ পৌরসভার মাছ ব্যবসায়ী আজগর আলীর কাছে এক হাজার ২০০ টাকা কেজি দরে মাছ দুটি বিক্রি করেন নুর মোহাম্মদ। আজগর আলী বলেন, সম্প্রতি নাফ নদীতে বড় কোরাল মাছ ধরা পড়ছে। নুর মোহাম্মদের কাছ থেকে ৩৪ কেজি ৫০০ গ্রাম ওজনের কোরাল মাছ দুইটি কিনেছি ৪১ হাজার টাকায়।
টেকনাফের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, নাফ নদীর কোরাল সুস্বাদু ও দ্রুত বর্ধনশীল। অনুকূল পরিবেশে এর ওজন ৩০-৩৫ কেজি পর্যন্ত হয়। প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলায় নদীতে এখন বড় কোরাল পাওয়া যাচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        