চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় দেশের চলমান পরিস্থিতিতে যৌথ বাহিনী পৃথক চেকপোস্ট বসিয়ে ৪ শতাধিক যানবাহনে তল্লাশি চালিয়েছে। এসময় ট্রাফিক আইন লঙ্ঘন করায় ৩২ মামলায় ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত চেকপোস্টে তল্লাশির সময় এসব জরিমানা আদায় করা হয়।
বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন, চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।
সকাল থেকে দুপুর পর্যন্ত সদরের বাবুরহাট এলাকায় যৌথ বাহিনী চেক পোস্ট বসিয়ে ১শ" ৯টি যানবাহনে তল্লাশি করা হয়।
এসময় লাইসেন্স বিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯ মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। 
একই সময় হাজীগঞ্জ উপজেলার রামগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে ২শ" যানবাহনে তল্লাশি করে ১৩ মামলায় ১ লক্ষ ২ হাজার টাকা জরিমানা। এবং  ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা এলাকায় চেকপোস্ট বসিয়ে ১শ" ৩টি যানবাহনে তল্লাশি করে ১০ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
লেফটেন্যান্ট মনজুরুল হাসান খান বলেন, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন পরিপন্থী সকল অবৈধ কার্যক্রম দমন সহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনী কঠোর অবস্থানে থাকবে।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        