জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নেত্রকোনায় পোনা অবমুক্ত, শোভাযাত্রা ও আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৮ আগস্ট) জেলা মৎস্য অধিদপ্তর এসব অনুষ্ঠানের আয়োজন করে।
মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী দিনে শহরের মোক্তারপাড়া জেলা প্রশাসকের ভবনের সামনের পুকুরে ৫০ কেজি মাছ অবমুক্তকরণ কর্মসূচির মধ্য দিয়ে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। পরে জয়নগর সদর উপজেলা পরিষদের মেইনগেট থেকে একটি শোভাযাত্রা শুরু করে জেলা মৎস্য কর্মকর্তা এম এ রাসেলের সভাপতিত্বে পরিষদের হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সেখানে হাওরাঞ্চলের মিঠা পানির আঁধারকে কাজে লাগাতে এবং মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন ধরনের পরামর্শ তুলে ধরেন মৎস্য চাষীসহ বক্তারা।
বক্তারা বলেন, হাওরাঞ্চলে ইজারা নিয়ে মাছ নিধন করা হয়। এ কারণে আইনশৃঙ্খলার অবনতি ঘটে। যে কারণে এই অবস্থার উন্নতি সাধনে পুলিশ প্রতিনিধিরা জানান, অবৈধভাবে মাছ ধরা অবশ্যই বন্ধ রাখতে হবে। তারা বলেন, স্থানীয় জেলেসহ মাছ উৎপাদনকারী ব্যবসায়ীদেরকে দেশীয় মাছ চাষে উদ্বুদ্ধ করতে হবে। এতে জেলা মৎস্য অধিদপ্তর জানায়, মাছ রক্ষায় প্রজনন মওসুমে গত তিন মাসে জেলায় অবৈধ জাল ব্যবহার করে মাছ নিধনে মোট ৩২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
তারা আরও বলেন, নেত্রকোনায় ৪৫টি হ্যাচারি রয়েছে। এগুলোতে যেন নিরাপদ খাদ্য উৎপাদন হয় সেদিকে লক্ষ্য রাখার অনুরোধও জানান। অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ