নোয়াখালীর মাইজদী হরি নারায়ণপুর গ্রামের জমিদার রায়বাহাদুর রাজকুমার দত্তের খনন করা ঐতিহ্যবাহী ১৩৪ ডিঙ্গির দিঘীটি আজ দখল ও দূষণে বিলুপ্তির পথে।
স্থানীয়দের অভিযোগ, গত ১৬ থেকে ১৭ বছরে আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মীর যোগসাজশে দিঘীতে মাটি ভরে প্লট বিক্রি করা হয়েছে। প্রশাসনের তেমন নজর নেই।
১৮৯৫ সালে স্থানীয় মানুষের গোসল ও জরুরি প্রয়োজনের জন্য রায়বাহাদুর এই দিঘী খনন করেন। দীর্ঘদিন এটি ছিল আশপাশের ৮-১০ গ্রামের মানুষের নির্ভরযোগ্য উৎস। জমিদারি প্রথা বিলুপ্তির পর ১৯৫৬ সাল থেকে বিভিন্নজন এই দিঘী দখল নিতে থাকে। কেউ কেউ সরকারি লিজ দাবি করলেও স্থানীয়রা বলছেন, দিঘীটি উদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে আনা জরুরি।
এ বিষয়ে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, দিঘীটি জেলা প্রশাসনের নাকি জেলা পরিষদের অধীনে, তা খতিয়ে দেখা হচ্ছে। সহকারী কমিশনারকে খোঁজ নিতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ