ঝিনাইদহের কালীগঞ্জে পাপড় কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইমা নামে সাড়ে ৪বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামের পশু হাসপাতাল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইমা ওই গ্রামের ইমরান বিশ্বাসের মেয়ে।
স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশের দোকান থেকে পাপড় কিনে রাস্তা পার হচ্ছিল শিশু ইমা। এ সময় দ্রুতগামী একটি আলম সাধু গাড়ি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় শিশুটি। দ্রুত শিশুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এতথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএম