পাবনার ফরিদপুর উপজেলায় খালের পানিতে ডুবে জিয়ারুল ইসলাম (৮) ও জমিরন (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে ফরিদপুর উপজেলার খাগরবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশু জিয়ারুল ইসলাম জেলার ফরিদপুর উপজেলার খাগরবাড়ীয়া গ্রামের রজব মন্ডলের ছেলে এবং মৃত শিশু জমিরন একই গ্রামের মাকছেদুল মন্ডলের মেয়ে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন এবং দুইজনেই স্থানীয় খাগরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু জিয়ারুল ইসলাম ও জমিরন রবিবার দুপুরে খেলছিল। একপর্যায়ে তারা পরিবারের সবার অজান্তে বাড়ির সামনের খালের উপর নির্মিত বাঁশের সাঁকোয় চলে যায়। সেখান থেকে দুইজনেই খালের পানিতে পড়ে তলিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও দুই শিশুকে না পয়ে খালের পানিতে খুঁজতে থাকেন। একপর্যায়ে খাল থেকে তাদের উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় দুই শিশুকে ফরিদপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র: বাসস
বিডি প্রতিদিন/নাজিম